বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সফলভাবে উৎক্ষেপণ হল ‘স্টিল টেস্টিং’ রকেট,

News Sundarban.com :
জানুয়ারি ২১, ২০১৮
news-image

নিউজিল্যান্ড থেকে সফলভাবে উৎক্ষেপণ হল ‘স্টিল টেস্টিং’ রকেট, রবিবার এরোস্পেস কোম্পানির রকেট ল্যাবের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়েছে ৷ সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এটি সফলভাবে তার কক্ষপথে পৌঁছে গিয়েছে৷ নিউজিল্যান্ডের মাহিয়া থেকে এটি উৎক্ষেপণ করে৷ যেটি উত্তর আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে এটি উৎক্ষেপণ হয়েছে৷ নির্ধারিত সময়ের থেকে মাত্র আট মিনিট পরে গিয়ে এটি কক্ষপথে পৌঁছেছে৷
আমেরিকার প্ল্যানেট ল্যাব নামে একটি সংস্থার জন্য পৃথিবীর ছবি সংগ্রহ করবে এই স্যাটেলাইটটি৷ এছাড়াও একটি আবহাওয়ার আপডেট সংগ্রহের জন্য এবং অপরটি জাহাজের অবস্থান ট্র্যাক করতে ব্যবহার করা হচ্ছে তৃতীয় স্যাটেলাইটটি৷ যেটি স্পায়ার গ্লোবাল সংস্থার জন্য কাজ করবে৷
প্রসঙ্গত, সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণের এই ঘটনাটিতে উচ্ছ্বসিত স্পায়ার গ্লোবাল সংস্থার চেয়ারম্যান৷ তিনি জানিয়েছেন, এই সফল রকেট উৎক্ষেপণ নি:সন্দেহে একটি নজিরবিহীন সাফল্য৷