ডার্বিতেও বাজিমাত মোহনবাগানের

আইলিগের ফিরতি ডার্বিতেও বাগানময়। দলের কোচ বদল হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখল সবুজ মেরুন । দুই-শূন্য গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে আইলিগ জমিয়ে দিল শঙ্করলালের ছেলেরা। এদিন মোহনবাগানের পক্ষে জোড়া গোল করে সবুজ মেরুন সমর্থকের মন জয় করল স্ট্রাইকার ডিপান্ডা ডিকা। খেলার শুরুতেই ডিকার গোলে মোহনবাগান এগিয়ে যায়। ৩৭ মিনিটে রেনিয়ারের কর্নার থেকে অসাধারণ ভলিতে গোল করে ব্যবধান বাড়ান ডিকাই। এই জয়ের ফলে দশ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ষোল। ইস্টবেঙ্গলের এগারো ম্যাচে পয়েন্ট সংখ্যা উনিশ।এদিন মোহনবাগানের পক্ষে জোড়া গোল করে সবুজ মেরুন জনতার নয়নের মনি হয়ে গেলেন ক্যামেরুনের স্ট্রাইকার ডিপান্ডা ডিকা। খেলার শুরুতেই ডিকার গোলে মোহনবাগান এগিয়ে যায়। ৩৭ মিনিটে রেনিয়ারের কর্নার থেকে অসাধারণ ভলিতে গোল করে ব্যবধান বাড়ান ডিকাই। এই জয়ের ফলে দশ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ষোল। ইস্টবেঙ্গলের এগারো ম্যাচে পয়েন্ট সংখ্যা উনিশ।-২৪ ঘন্টা