শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল দুবাইতে

News Sundarban.com :
জানুয়ারি ২০, ২০১৮
news-image

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হল সৌদি আরব সরকারের বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়ার জন্য । আমন্ত্রণ জানানো হয়েছে ওই দেশের অর্থ মন্ত্রক থেকে। এই বৈঠকটি হবে সংযুক্ত আরব আমির শাহীর অন্যতম শহর দুবাইতে। ইতিমধ্যেই সৌদি আরবের অর্থ মন্ত্রকের পাঠানো সেই চিঠি এসে পৌঁছেছে নবান্নে। খুব স্বভাবিকভাবেই এই আমন্ত্রণ মুখ্যমন্ত্রী মমতা এবং রাজ্যের পক্ষে খুব গর্বের এবং সম্মানের। কন্যাশ্রী প্রকল্প আন্তর্জাতিক স্তরে পুরষ্কৃত হওয়ার পর এই আমন্ত্রণ জগৎ সভায় আরও একধাপ এগিয়ে দিল বাংলাকে।
চলতি বছরের এপ্রিল মাসের নয় এবং ১১ তারিখ সৌদি আরবের দুবাইতে বসবে বাণিজ্য সম্মেলনের আসর। যদিও সেই সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়ে নবান্নের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। চলতি সপ্তাহে রাজ্যে হয়ে গিয়েছে বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে হয় সেই সম্মেলনে। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে যোগ দিতে অম্বানি ছাড়াও উপস্থিত ছিলেন সজ্জন জিন্দল, লক্ষীনিবাস মিত্তল, হর্ষ নেওটিয়ার মত বিশিষ্ট শিল্পপতিরা। রয়েছেন বিশ্বের ৩০টি দেশের প্রতিনিধিরা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি বলেন, “নতুন কলকাতাকে দেখলাম। আজ বাংলা মানেই বাণিজ্য।” অন্যান্য শিল্পপতিরাও ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রীর।