WOW MOMO শীঘ্রই কলকাতায় মোমো তৈরির কারখানা বানাচ্ছে

কলকাতায় বিশাল মোমো তৈরির কারখানা গড়ছে WOW MOMO। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের মঞ্চে অভিনব ঘোষণা বেসরকারি সংস্থা ‘ওয়াও মোমো’-র। একদিকে রসনা তৃপ্তি ও অন্যদিকে কর্মসংস্থান। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই কলকাতায় মোমো তৈরির কারখানা বানাচ্ছে তারা। কসবা শিল্পতালুকে এই জন্য প্রায় ২৪ হাজার বর্গ ফুটের অফিস তৈরি হচ্ছে। সেখান থেকে ফ্রোজেন মোমো ভিন রাজ্য এমনকি বিদেশেও রফতানি করা হবে।