শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজ্যের লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্তে ক্ষুদ্ধ :মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
জানুয়ারি ১৯, ২০১৮
news-image

রাজ্যে আটটি লোকাল ট্রেনের রুট বন্ধের সিধান্ত কেন্দ্রীয় রেলমন্ত্রকের ৷ কেন্দ্রের তরফ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের কাছে। ইতিমধ্যেই রাজ্যকে চিঠি দিয়ে এই প্রস্তাবের কথা জানিয়েছে । এইসব রুটে লোকসান হচ্ছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে রেল। কল্যাণী- কল্যাণী সীমান্ত, সোনারপুর-ক্যানিং, শান্তিপুর-নবদ্বীপ, বারাসত-হাসনাবাদ, বালিগঞ্জ-বজবজ, বারুইপুর-নামখানা, বর্ধমান-কাটোয়া, ভীমগড়-পলাশস্থলী- এই আটটি রুটে ট্রেন চলাচল বন্ধ করার আর্জি জানিয়ে রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে৷ রাজ্য মুখ্যসচিবের কাছে রেল মন্ত্রের তরফে চিঠি পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। বাংলায় আটটি লোকাল ট্রেনের রুট বন্ধের ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রে খবর, এই ঘটনাকে মুখ্যমন্ত্রী বাংলার ও বাংলার মানুষের অপমান বলে ব্যাখ্যা করেছেন৷ ঘটনাটি পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা বলেও তিনি দাবি করেছেন বলে জানা গিয়েছে৷ সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম লাইফলাইন লোকাল ট্রেন৷ কম খরচ ও কম সময়ে অনেক দূর যাতায়াত করা যায় লোকাল ট্রেনে৷ তাই কেন্দ্রের এই সিদ্ধান্ত মোটেই জনমুখী নয়৷
সাধারণ মানুষের এই সমস্যার কথা বুঝতে পেরে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনাকে তিনি বাংলার মানুষের অপমান হিসেবে ব্যাখ্যা করেন৷ রাজনৈতিক প্রতিহিংসার কারণেই কেন্দ্রের বিজেপি শাসিত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর৷ এর প্রতিবাদে কেন্দ্রকে রাজ্য সরকারের তরফে প্রতিবাদপত্র পাঠানো হবে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে৷ প্রশাসনের একটি সূত্রের বক্তব্য, রেলমন্ত্রী থাকাকালীন যাত্রী স্বাচ্ছন্দ্যের উপরই বরাবর জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সময়ই লেডিজ স্পেশ্যাল থেকে শুরু করে দুরন্ত, একাধিক নতুন ট্রেনের যাত্রা শুরু হয়েছে৷ ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন, তা মেনে নেওয়া তাঁর পক্ষে কষ্টকর৷