শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে ওলা-উবরে একলক্ষ কর্মসংস্থানের সুযোগ

News Sundarban.com :
জানুয়ারি ১৯, ২০১৮
news-image

রাজ্যে বেকারত্ব সংখ্যা কমাতে রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রীর নতুন পদখেপ নিল । ওলা-উবর এবার রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে মৌ স্বাক্ষর করল । চল্তি ব্ছরে বিশ্ব-বাণিজ্য সম্মেলনে এই চুক্তি স্বাক্ষর হয় দুপক্ষের মধ্যে। চুক্তি মোতাবেক পাঁচ বছরের মধ্যে রাজ্যে এক লক্ষ ক্ষুদ্র উদ্যোগপতি গঠনের পথ প্রশস্ত করবে৷ অন্য দিকে ওলা রাজ্য সরকারের শ্রম দন্তরের তৈরি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে বেকার যুবকদের বেছে নিয়ে সংস্থার সহযোগী চালক হিসেবে কর্মসংস্থানের সুযোগ দেবে৷ ফলে, রাজ্যের অনেকটাই বেকার সমস্যার সমাধান হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্য সরকারের সঙ্গে সংস্থার যে মউ স্বাক্ষর করা হয়েছে সেই চুক্তি অনুযায়ী , উবের একটি পোর্টাল তৈরি করবে৷ এই পোর্টাল থেকে ডব্লিউবিটিআইডিসিএল অনুমোদিত গাড়িচালকদের পুরো তথ্য অ্যাকসেস করতে পারবে। চালকদের সম্পর্কে এই তথ্য পাওয়া যাবে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসারদের থেকে৷ এ ভাবে উবরের চেষ্টা থাকবে রাজ্য সরকার অনুমোদিত গড়িচালকদের নিয়োগ করে রাজ্যের কর্মসংস্থানে গতি নিয়ে আসা৷