শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ক্যারাটেতে বাজিমাত বাংলার মেয়ের

News Sundarban.com :
জানুয়ারি ১৮, ২০১৮
news-image

বাজিমাত করল বাংলার মেয়েরা, এবারের জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তিন পদক জিতে ঘরে তুলল মেয়েরা। কলকাতায় ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে আয়োজিত হয়েছিল জাতীয় ক্যরাটে চ্যাম্পিয়নশিপ। সেখানে ২ হাজার প্রতিযোগীদের মধ্যে থেকে রূপো জিতে নিয়েছে যাদবপুরের মেয়ে। দু’দিন ব্যাপি এই ক্যরাটে প্রতিযোগিতার উদ্বোধন হয়েছিল খুদিরাম অনুশীলন কেন্দ্রে। উদ্বোধন করেছিলেন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সম্পাদক শিহন ভরত শর্মা, বাংলার ক্যরাটে অ্যাসোসিয়েশনের প্রধান প্রেমজিত সিং। জাতীয় এই চ্যাম্পিয়নশিপে ভারতের সমস্ত প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন। অংশ নিয়েছিলেন সি.আর.পি.এফ, বি.এস.এফ, ইন্দো-তিব্বত পুলিশ ফোর্স, অসম রাইফেল ও এন.এস.জি ও প্যারা মিলিটারির বহু প্রতিযোগী। প্রেমজিত সিং জানিয়েছেন, “প্রায় ১০ বছর পর কলকাতায় জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর বসল। এটা গর্বের বিষয়। এমন সুযোগ বারবার আসেনা।” সেখানেই বাজিমাত করে নিয়েছে যাদবপুরের মেয়ে অরিত্রি দে। কাটা রাউন্ডে রুপো জিতে নেয় সে। প্রেমজিত সিং এও জানিয়েছেন, “এই বছরের চ্যাম্পিয়নশিপ থেকেই অলিম্পিক ও এশিয়ান গেমসের সিলেকশন পর্বে যেতে পারবেন প্রতিযোগীরা।” সেদিক থেকে বাংলার একমাত্র মেয়ে হিসাবে জাতীয় প্রতিযোগিতায় রূপো জয়কে গুরুত্বপূর্ণ ভাবেই দেখছেন বাংলার ক্যরাটে অ্যাসোসিয়েশনের প্রধান। তাঁর কথায়, “এটা ভালো খবর যে বাংলার মেয়েরাও এগিয়ে আসছে। এই খেলা যেমন আত্মরক্ষার জন্য জরুরি তেমন আন্তর্জাতিক স্তরে ভারতকে তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম। সেখানে আমাদের রাজ্যের মেয়েরা ভালো পারফর্ম করছে এটা অবশ্যই বড় বিষয়।” অলিম্পিক বা এশিয়াডে এখান থেকে কতজন ফাইনাল রাউন্ডে যেতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়। তবে রূপো জয়কে একটা সম্ভাবনা হিসাবেই দেখছে কর্তৃপক্ষ।