শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উন্নত প্রযুগতির গাড়়ি ভারতীয় সেনাবাহিনীকে উপহার দিয়েছে ইজরায়েল

News Sundarban.com :
জানুয়ারি ১৮, ২০১৮
news-image

‘desalination car’, যা ভারতকে উপহার দিয়েছে ইজরায়েল ,কচ্ছ বর্ডারে মোতায়েন বিএসএফ জওয়ানদের জন্য এই গাড়ি ৷ গল মোবাইল নামের এই বিশেষ গাড়়িটি কঠিন পরিস্থিতিতে কর্তব্যরত জওয়ানদের পানীয় জলের যাতে সমস্যা না হয়, তার জন্যই বিশেষ ব্যবস্থা করবে এই গাড়ির সাহায্যে সমুদ্রের জল থেকে লবণ আলাদা করে তা পরিশুদ্ধ করে পানের পক্ষে উপযুক্ত করে তুলবে সেই জল৷ বিএসএফ-এর মতে, গুজরাতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এই গল মোবাইল৷ এই গাড়িটি রাজস্থানের বনাসকান্ঠা জেলার সুইগামে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে৷
কচ্ছের রণে জওয়ানদের গরম, শুষ্ক আবহাওয়ার মধ্যে কাজ করতে হয়৷ সঙ্গে রয়েছে সাপের ভয়৷ আর তার সঙ্গে পানীয় জলের সমস্যা যেন সমগ্র পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে৷ গল মোবাইল প্রতিদিন ২০,০০০ লিটার জল পরিশুদ্ধ করে তুলতে সক্ষম৷ সীমান্তে বিভিন্ন সেনা ঘাঁটিতে এই গাড়িটি পাঠানোর চেষ্টা চলছে বলে জানা গিয়েছে৷ এতোদিন পর্যন্ত এই সব স্থানে ট্যাংকারে করে জল পৌঁছনো হত৷ অনেক জায়গায় আবার ব্যবহার করা হত পাইপলাইন৷
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর জুলাইয়ে ইজরায়েল সফরের সময় ইজরায়েল প্রধানমন্ত্রী নেতনিয়াহু তাঁকে এই গাড়ি এবং তার প্রযুক্তি দেখান৷ আর এবার সেই গাড়িই ইজরায়েল উপহার দিল ভারতীয় জওয়ানদের উদ্দেশ্যে৷