শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার কলকাতার বুকে একফালি ফ্রান্স

News Sundarban.com :
জানুয়ারি ১৭, ২০১৮
news-image

সল্টলেকের সেন্ট্রাল পার্কে আগামী ৩০ জানুয়ারি বিকেলে শুরু হতে চলেছে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এবারের বইমেলার ফোকাল থিম ফ্রান্স। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্রান্সের বিভিন্ন অতিথিরা। গত বছর প্যাভিলিয়নের ভেতর একসঙ্গে ঠাঁই জুটেছিল ছোট প্রকাশকদের। কিন্তু এবার প্রত্যেকের আলাদা আলাদা স্টল থাকবে। শুধুমাত্র ইংরেজি বইয়ের জন্য আলাদা প্যাভিলিয়ন তৈরি হবে। প্রতিবারের মতো এবারও থাকছে বইমেলার বিশেষ আকর্ষণ লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। বইমেলায় থাকবে ভাষানগর কবিতার গাড়ি। গত বছর এই গাড়ি ঘিরে সাহিত্যপ্রেমীদের হই চই ছিল চোখে পড়ার মতো। এবার গাড়িটিকে পুনর্নিমাণ করছেন শিল্পী সুমন্ত মুখোপাধ্যায়। আমেরিকা থেকে আসছেন কবি বব হলম্যান। বইমেলা চলার সময় প্রতিদিন তাঁকে কবিতার গাড়ি সামনে দেখা যাবে। কবিতার গাড়িতে থাকবে দেশবিদেশের কবিতার বই।