শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেঞ্চুরি করে সচিনকে ছুঁলেন কোহলি

News Sundarban.com :
জানুয়ারি ১৫, ২০১৮
news-image

সুপারস্পোর্ট পার্কে শতরান কোহলির।১৪৬ বলে সেঞ্চুরি হাঁকালেন ভারত অধিনায়ক৷ সমালোচনার জবাব ব্যাটেই দিলেন ভারত অধিনায়ক। সচিনের পর বিরাট কোহলিই একমাত্র ভারত অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকায় শতরানের নজির গড়লেন। চলতি দক্ষিণ আফ্রিকা সফরে এটাই প্রথম শতরান বিরাটের৷ এর আগে কেপটাউনের দুই ইনিংস মিলিয়ে মাত্র ৩৩ রান করেন কোহলি৷ সেঞ্চুরিয়নে টেস্ট কেরিয়ারের ২১তম সেঞ্চুরি এল কোহলির ব্যাট থেকে৷ দ্বিতীয় দিন মুরলী বিজয়ের সঙ্গে ৭৯ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ভারতের ব্যাটিং ইনিংসকে খাদের কিনারা থেকে তুলে ধরেন ‘ক্যাপ্টন হট’৷ এরপর হার্দিক-কোহলির ৪৫ রানের জুটিতে দুশো রানের গণ্ডি পেরোয় ভারত৷
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতীয় অধিনায়কদের মধ্যে এর আগে শতরান হাঁকিনোর নজির ছিল সচিন তেন্ডুলকরের৷ মাস্টার ব্লাষ্টারের পরে ভারতীয়দের মধ্যে কোহলিই দ্বিতীয় অধিনায়ক যিনি আফ্রিকান সফরে এসে শতরান করলেন৷ ১৯৯৭ সালে কেপ টাউনে শতরান করেছিলেন সচিন৷ ১৬৯ রানের ইনিংস খেলেছিলেন ক্রিকেটকঈশ্বর৷