শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ সম্মেলন

News Sundarban.com :
জানুয়ারি ১৫, ২০১৮
news-image

আগামী মঙ্গলবার থেকে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ সম্মেলন। সম্মেলনকে ঘিরে কলকাতা জুরে প্রস্তুতি তুঙ্গে। নবান্ন সূত্রের খবর, বিশ্ববঙ্গ সম্মেলনে ৩০টি দেশের প্রায় ৩০০ জন প্রতিনিধি হাজির হবেন৷ থাকবেন দেশের প্রথমসারির একাধিক শিল্প পতি৷ স্বভাবতই, বিশ্ববঙ্গ সম্মেলনকে কেন্দ্র করে মুখমন্ত্রী শিল্পপতিদের কাছ থেকে কতখানি বিনিয়োগ টানতে পারেন, সেদিকেই নজর রয়েছে সকলের৷ নবান্ন সূত্রের খবর, সম্মেলনে হাজির শিল্পপতিদের বাংলার প্রতি আকৃষ্ট করতে সরকারিভাবে একাধিক পরিকাঠামোগত সুবিধার কথা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী৷ সরকারি ল্যান্ড ব্যাংক থেকে শিল্পপতিদের সরাসরি জমি বিতরণের প্রস্তাব দেওয়া হবে৷ সেক্ষেত্রে জমি অধিগ্রহণের ঝক্কি থেকে রেহাই পাবেন শিল্পপতিরা৷
জানা গিয়েছে, শিল্পের পরিকাঠামোগত বিষয়, বিদ্যৎু, জল ও পরিবহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মেলনে আলোচনা হতে পারে৷ নবান্নের এক পদস্থ কর্তার কথায়, ‘‘অমৃতসর-কলকাতা ইন্ডাস্ট্রিয়াল করিডর গড়ে উঠছে৷ আগের তুলনায় এখন রাজ্যের সড়কপথ যথেষ্ট ভাল৷ ২৪ ঘণ্টা বিদ্যুতের বন্দোবস্তও হয়েছে৷ রয়েছে পর্যাপ্ত জল৷ এছাড়া জমি অধিগ্রহণের ঝক্কি এড়াতে সরকারি জমি ব্যাংক থেকেই শিল্পপতিদের জমি দেওয়া হবে৷ ফলে অন্যান্য বারের তুলনায় এবার বেশি বিনিয়োগ আনা যাবে৷’’রাজ্যের প্রতি দেশের প্রথমসারির শিল্পপতিদের আকৃষ্ট করতে তিলোত্তমা জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে৷ সারা শহরকে সাজানো হয়েছে বিশ্ববঙ্গ সম্মেলনের হোর্ডিং ও ফেস্টুনে৷ একই সঙ্গে নিউটাউনের সংশ্লিষ্ট এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তাও৷ শাসকদলের এক নেতার কথায়, ‘‘পঞ্চায়েত বোটের আগে বাংলার উন্নয়নের প্রসঙ্গে এই শিল্প সম্মেলন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷ এর ফলে বাংলার মানুষ আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন কর্মসূচির প্রতি আস্থাশীল হবেন৷’’