বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভারত সফরে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু

News Sundarban.com :
জানুয়ারি ১৪, ২০১৮
news-image

ভারত সফরে আসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ‘বন্ধু’ দেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লিতে পা রাখতে চলেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তাঁর স্ত্রী সারা। ২০০৩ সালে ভারতে এসেছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী এরিয়াল শ্যারন। তার ১৫ বছর পর ভারতের আসছেন সে দেশের কোনও প্রধানমন্ত্রী।

গত জুলাইয়ে ইজরায়েল সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে এসেছিলেন বেঞ্জামিন। শুধু তাই নয়, মার্কিন প্রেসিডেন্ট ও পোপের মতো অভ্যর্থনা দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীকে। সেই আতিথেয়তাই এবার ফিরিয়ে দিতে চাইছে নয়াদিল্লি।

ইজরায়েলের প্রধানমন্ত্রীর আতিথেয়তায় কোনওরকম খামতি রাখতে নারাজ নয়াদিল্লি। ভারতীয় নাগরিক ইজরায়েলি বংশোদ্ভূত সেফ ইজরায়েলি প্রধানমন্ত্রীর রসনার দায়িত্বে। নেতানিয়াহুর পছন্দের খাবারের সঙ্গে ভারতীয় পদও রাখা হয়েছে মেনুতে।