শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ড্র চেলসির

News Sundarban.com :
জানুয়ারি ১৪, ২০১৮
news-image

ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম বড় জয় পেলেও তাদের লন্ডন প্রতিদ্বন্দ্বী বর্তমান চ্যাম্পিয়ন চেলসি হোঁচট খেয়েছে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১০ জনের লিস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করে কোচ এন্টোনিও কন্টেকে চাপে ফেলেছে ব্লুজরা।

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে লিস্টার রক্ষণভাগকে কোনোভাবেই পরাস্ত করতে পারেনি আলভারো মোরাতা, এডেন হ্যাজার্ডরা। এমনকি ৬৮ মিনিটে লেফট-ব্যাক বেন চিলওয়েল দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠছাড়া হলেও তা থেকে বাড়তি কোনো সুবিধা নিতে পারেনি চেলসি।

এই ড্রয়ে তৃতীয় স্থানে থাকা ব্লুজরা টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে পড়লো।

ম্যাচ শেষে বিবিসিকে কন্টে বলেন, ‘আমি মনে করি লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে গোলশূন্য ম্যাচটিতে আমরা অনেক শীর্ষ খেলোয়াড়দের নিয়ে খেলেছি। আবার আজকেও অনেক ভালো একটি দলের বিপক্ষে মাঠে নেমেছি।’

দিনের আরেক ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়ন ২-০ গোলে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নকে পরাজিত করেছে।

অন্যদিকে রাফায়েল বেনিতেজের নিউক্যাসেল ইউনাইটেড ১-১ গোলে টেবিলের তলানিতে থাক সোয়ানসি সিটির সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ম্যাচের চার মিনিটে কর্নার থেকে জনি ইভান্সের হেডে এগিয়ে যায় ওয়েস্ট ব্রুম। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রেইগ ডাওসন। আগস্টের পরে এটাই ওয়েস্ট ব্রুমের লিগে প্রথম জয়।