শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উত্তপ্ত উপত্যকায় শান্তি ফেরাতে নয়া কৌশল সেনাপ্রধানের

News Sundarban.com :
জানুয়ারি ১৪, ২০১৮
news-image

সীমান্তের গোলাগুলিতে অশান্ত উপত্যকা৷ কিভাবে শান্তি ফিরে আসবে? তারই সমাধান বাতলে দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ , উপত্যকার শান্তি ফেরাতে দেশের রাজনৈতিক নেতাদেরই হাল ধরতে হবে, বলেন সেনাপ্রধান৷ সীমান্তের ছায়াযুদ্ধ এড়াতে পাকিস্তানের উপর আরও বেশি চাপ সৃষ্টি করতে হবে৷ তাহলেই সমস্যার সমাধান অনেকটাই সম্ভব হবে৷ পাকিস্তানকে চাপে রেখে সেনাবাহিনীর সহায়তায় এই সমস্যার সমাধান করতে হবে
তিনি আরও বলেন, গত কয়েক বছরের তুলনায় উপত্যকার পরিস্থিতি এখন সামান্য ভালো হয়েছে৷ উপত্যকার মেধাবী ছাত্রদের জঙ্গি গোষ্ঠীর দলে নাম লেখানোর হার বেড়ে চলেছে ক্রমশ৷ এই কারণটির কোনও ব্যাখা না থাকলেও শীঘ্রই এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখার নির্দেশ দিয়েছেন তিনি৷ পাশাপাশি তিনি এও বলেন, ভারতীয় সেনাবাহিনীরা জঙ্গি গোষ্ঠীগুলিকে প্রতিনিয়ত চাপে রাখলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব৷
দিন দুয়েক আগেই পরমাণু হামলা নিয়ে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন সেনাপ্রধান৷ তিনি বলেছিলেন, পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্রশস্ত্রের অভাব নেই৷ তবে, সেই পরমাণু হামলার ভয় পায় না ভারত৷ ভারতের সেনা বাহিনীও প্রস্তুত পালটা হামলা চালানোর জন্য৷ পাকিস্তান পরমাণু হামলা করলে সেই হামলার পালটা জবাব দেবে ভারতও৷ এমনকি পরমাণু মিসাইল ছুঁড়তেও দুবার ভাববে না! এমনকি নিরাপত্তাবাহিনীকে ঢালাওভাবে সাজানোর নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ শত্রুপক্ষের মোকাবিলা করতে প্রয়োজন অত্যাধুনিক প্রযুক্তির৷ পাশাপাশি সেনাবাহিনীকেও আরও প্রশিক্ষিত করে তোলার বার্তা দিয়েছিলেন সেনাপ্রধান৷