বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ফের পাকিস্তানি সেনার হামলায় শহীদ ভারতীয় সেনা জওয়ান

News Sundarban.com :
জানুয়ারি ১৩, ২০১৮
news-image

শনিবার নতুন করে গুলির লড়াই শুরু হয় জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে৷ ফের পাকিস্তানি সেনার হামলা প্রাণ গেল এক ভারতীয় জওয়ানের৷ সংঘর্ষে শহীদ হয়েছেন এক জওয়ান৷ সেনাসূত্রে খবর, দুপুর ২টো নাগাদ পাক সেনা কোনও প্ররোচনা ছাড়াই ভারতীয় সেনাশিবির লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে৷ সুন্দেরবনি এলাকার সেনা শিবির লক্ষ্য করে গুলি উড়ে আসে আচমকাই৷ ভারতীয় সেনাও তার যোগ্য প্রত্যুত্তর দেয়৷
এই গুলির লড়াইয়ে ল্যান্সনায়েক যোগেশ মুরলীধর ভাদানি গুরুতর আহত হন৷ পরে তাঁর মৃত্যু হয়৷ প্রায় পনেরো মিনিট ধরে দুপক্ষের গুলির লড়াই চলে৷ পাক সেনা ছোট আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল বলে সেনা সূত্রে খবর৷ শহীদ ল্যান্সনায়েক বয়স ২৮ বছর৷ মহারাষ্ট্রের ধুলে জেলা খালানে গ্রামের বাসিন্দা ছিলেন তিনি৷
ল্যান্স নায়েক ভাদানি বীর যোদ্ধা ছিলেন৷ দেশের প্রতি তাঁর অবদান সেনা মনে রাখবে বলে এদিন বিবৃতি দেওয়া হয় সেনা বাহিনীর তরফ থেকে৷