শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জওয়ানদের সন্তানের জন্য আবাসিক স্কুলঃসেনাপ্রধান

News Sundarban.com :
জানুয়ারি ১৩, ২০১৮
news-image

জওয়ানদের সন্তানের জন্য আবাসিক স্কুল৷সেই স্কুল তৈরির জন্য প্রাথমিক অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার৷ শনিবার এমনই জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ মূলত যুদ্ধে শহীদ ও শারীরিক ভাবে অক্ষম হয়ে পড়া জওয়ানদের সন্তানদের জন্যই এই স্কুল চালু করা হবে৷
মোট দুটি আবাসিক স্কুল তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি৷ শিক্ষাক্ষেত্রে সহায়তার লক্ষ্যে প্রতি পড়ুয়ার জন্য দশ হাজার টাকা অনুদানের কথাও জানা গিয়েছে৷ সেনাপ্রধান এদিন বলেন, দিল্লির সংস্কৃতি স্কুলের আওতায় আবাসিক স্কুল তৈরি করা হবে৷ একটি স্কুল গড়ে উঠবে পাঠানকোটে, অপরটি হয় ভোপাল নয়তো সেকেন্দ্রাবাদে তৈরি করা হবে৷ ৩-৪ বছর সময় লাগবে স্কুলদুটি চালু হতে৷ তবে কেন্দ্র থেকে অনুদান না পাওয়া গেলে, সেনাবাহিনীই এই পড়ুয়াদের খরচ বহন করবে বলে এদিন জানিয়েছেন সেনাপ্রধান৷
এই আবাসিক স্কুলগুলি থেকে পাশ করে বেরিয়ে, সেনা নিয়ন্ত্রিত কলেজে পড়াশুনা করতে পারবে ওই সব ছাত্র-ছাত্রী৷ অনেক ক্ষেত্রে কেন্দ্রের দেওয়া অনুদানের অপব্যবহার হয় বলে অভিযোগ করেছেন সেনাপ্রধান৷ সেক্ষেত্রে সেনার পক্ষ থেকে প্রতিটি অনুদান ব্যবহারকারীর প্রয়োজন খতিয়ে দেখে, তবেই ছাড়পত্র দেওয়া হবে, যাতে শুধুমাত্র সঠিক হাতেই এই অনুদান যায়৷
প্রসঙ্গত ১৯৭২ সাল থেকে এই অনুদানের প্রকল্প চালু করা হয়েছে৷ শহীদদের সন্তানের পড়াশুনার খরচ বহন করে কেন্দ্র৷ এই ইস্যুতে প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে বেশ কিছু কথাও হয়েছে সেনার বলে খবর৷ প্রায় ২৫০ জন পড়ুয়া উপকৃত হবে