মদ্যপ ছেলের হাতে বাবা খুন,গ্রেফতার ছেলে

মদ্যপ ছেলের হাতে খুন হল বাবা। নিহতের নাম খগেন সরদার(৫৫)। বৃহষ্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ পঞ্চায়েতের মনসাখালি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যপক উত্তেজনা ছড়ায়। খগেন বাবুর মেজ ছেলে রাজকুমার সরদার মাঝে মধ্যে মদ খেয়ে বাড়ীতে গিয়ে অশান্তি করতো। বৃহষ্পতিবার রাতে মদ খেয়ে বাড়ীতে ফেরে রাজকুমার। এরপর অশান্তি শুরু করলে খগেন বাবু এলাকার ক্লাবের ছেলেদের ডেকে জানানোর কথা বলা মাত্রই রাজকুমার ঘরের মধ্যে থাকা সোকেস ভাঙচুর করতে থাকে। সেই ভাঙচুর বন্ধ করতে বলায় বাড়ীতে থাকা গ্যাসের ওভেন দিয়ে খগেন বাবুর মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় খগেন বাবুর। রাজকুমার এরপর ভাইকে মারতে গেলে বাড়ীর অন্যান্য সদস্যরা রাজকুমার কে ধরে ফেলে। স্থানী প্রতিবেশীরাও খবর পেয়ে দৌড়ে এসে রাজকুমার কে আটক করে রাখে।
ঘটনার খবর জানতে পেরে বাসন্তী থানার পুলিশ অভিযুক্ত ছেলে রাজকুমার কে গ্রেফতার করে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।