বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি ক্ষুদ্র, এই সম্মানের যোগ্য নই। তাই এই ডি.লিট উপাধি ব্যবহার করব না-মুখ্যমন্ত্রী

News Sundarban.com :
জানুয়ারি ১১, ২০১৮
news-image

মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডিলিট দিল কলকাতা বিশ্ববিদ্যালয়,সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তাঁকে এই সম্মান প্রদান করা হয়। নজরুল মঞ্চে আয়োজিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্মান তুলে দেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। এদিন নজরুল মঞ্চে সাম্মানিক ডি-লিট গ্রহনের পর ভাষণে এমনটাই জানান তিনি৷ বলেন, ‘‘আমার জীবন অপমান ও সংগ্রামের৷ একটা সম্মান দেওয়া হচ্ছে তা নিয়েও অপমান করা হয়েছে৷ তাই অনুষ্ঠানে আসব কি আসব না তাই নিয়ে সংশয়ে ছিলাম৷ আমি নিজেও মনে করি এই সম্মান পাওয়ার যোগ্য আমি নই৷ তবুও বলব এর চেয়ে বড় সম্মান আমি পাইনি৷’’ পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই সম্মান কোনওদিনই তিনি ব্যবহার করবেন না। এটা সাম্মানিক হিসেবেই রাখা থাকবে। একইসঙ্গে বলেন, এই সম্মান তাঁর দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা সয়ে লড়াইয়ের স্বীকৃতি। জীবনের শেষদিন পর্যন্ত যা তাঁর ‘হৃদয়ের মণিকোঠা’য় থাকবে। সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে এভাবেই ডি.লিট নিয়ে বিরোধীদের বিতর্ক, সমালোচনার জবাব দেন মমতা। একজন শিশুকে মানুষ হিসেবে গোড়ার ক্ষেত্রে শিক্ষকের দায়িত্বের কথাও আজকের সমাবর্তন অনুষ্ঠানে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সমাজ গড়তে ‘ভয়শূন্যে চিত্তে’ এগিয়ে আসার ডাক দেন ছাত্রসমাজকেও। একইসঙ্গে ছাত্রসমাজকে মনে করিয়ে দেন, কর্মজীবনে একের পর এক শিখর আরোহণের সঙ্গেই নিজের শিকড়কে ভুলে না যাওয়ার কথাও।-২৪ঘন্টা