বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক স্কি প্রতিযোগিতায় এই প্রথম পদক জিতল ভারত

News Sundarban.com :
জানুয়ারি ১০, ২০১৮
news-image

শৈল কন্যার হাত ধরেই আন্তর্জাতিক স্কি প্রতিযোগিতায় এই প্রথম পদক জিতল ভারত । তুরস্কে আয়োজিত স্কি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে খবরের শিরোনামে ২১ বছরের হিমাচল কন্যার আঁচল ঠাকুর। আর । পদক জয়ের পর টুইটে আঁচল নিজের অভিব্যক্তি জানিয়ে লিখেছেন, “অবশেষে অভূতপূর্ব কিছু ঘটল। আমার প্রথম আন্তর্জাতিক পদক জয়।” ফেডারেশন ইন্টারন্যাশনাল স্কি প্রতিযোগিতায় অপ্রত্যাশিত জয়ের পর আঁচল বলছেন, “তুরস্ক আমায় নিরাশ করল না”।
হিমাচল প্রদেশের আঁচল ঠাকুরের এই অভূতপূর্ব কীর্তির পর স্বয়ং নরেন্দ্র মোদী লিখেছেন, “স্কিং প্রতিযোগিতায় আন্তর্জাতিক পদক জয়ের জন্য তোমাকে অভিনন্দন। তুরস্কে এফআইএস আন্তর্জাতিক স্কিং প্রতিযোগিতায় তোমার এই জয় দেশকে গর্বিত করেছে। আরও এগিয়ে যাও।” -২৪ ঘন্টা