প্রত্যন্ত সুন্দরবনের বিশিষ্ট সমাসেবী তথা শিক্ষক কে সংবর্ধনা

সুভাষ চন্দ্র দাশ
কয়েক দিন আগেই ক্যানিংয়ের মহকুমা শাসক অদিতি চৌধুরী গিয়ে ছিলেন তাঁর অসীম কর্মযঞ্জ দেখতে।তিনি প্রত্যন্ত সুন্দরবন এলাকার প্রিয় মাষ্টার মশাই নামে পরিচিত শিক্ষক তথা সমাজসেবী অমল পন্ডিত। প্রয়াত অধ্যাপক ডঃ সুধীন্দ্র নাথ ভট্টাচার্যের এক নিষ্ঠা অকৃতদার ছাত্র অমল পন্ডিত। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে ছোট্ট শিশুদের কে নিয়ে ১৯৯০ সালে গড়ে তোলেন এক অনাথ অাশ্রম। তাঁর পিতৃদেবের নাম অনুসারে আশ্রমের নাম রাখেন “ মহেশপুর রাখাল চন্দ্র সেবাশ্রম”।
বর্তমানে অনাথ আশ্রমে ২৩ জন শিশু আছেন। কোন সরকারী,বেসরকারী অনুদান ছাড়াই অমল বাবু চালিয়ে আসছেন তাঁর আশ্রমের কাজকর্ম।
প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীর মহেশপুরে তাঁর আশ্রম চালানো এবং কাজের অবদানের জন্য সোমবার ক্যানিংয়ের বন্ধুমহল আয়োজিত ৪১ তম সুন্দরবন মেলার দিলীপ সরকার মঞ্চে শিক্ষক তথা সমাজসেবী অমল পন্ডিত কে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও মেলা কমিটির পক্ষ থেকে তাঁর শিশুদের জন্য শীতবস্ত্র ও মিষ্টি তুলেদেন বন্ধুমহল ক্লাবের সম্পাদক প্রদীপ নাথ। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডাঃ তরুণ মন্ডল,সনৎ মন্ডল এবং হিন্দুস্থান টাইমস এর বিশিষ্ট সাংবাদিক সুকুমার দেবনাথ সহ বিশিষ্ঠরা।