ক্যানিংয়ে শ্রমিক মেলা

দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং মহকুমার জীবনতলা,গোসাবা,বাসন্তী,ক্যানিং ব্লক নিয়ে রাজ্য শ্রমদফতরের উদ্যোগে এক শ্রমিক মেলা অনুষ্ঠিত হল ক্যানিংয়ের সঞ্জয় পল্লীতে। বুধবার শ্রমিক মেলার উদ্বোধন করেন জেলা সভাধিপতি শামিমা শেখ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল,জেলা সহ সভাধিপতি শৈবাল লাহিড়ী,ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অর্ঘ্য চৌধুরী,জেলা কৃষি কর্মাধ্যক্ষ সাহাজাহান মোল্ল্য,ক্যানিং ১নং ব্লক সভাপতি পরেশ রাম দাস,ক্যানিং ২নং ব্লক সভাপতি সোয়েব সেখ,গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা করন সহ শ্রমদফতরের আধিকারিক গণ। এদিন এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অসংগঠিত শ্রমিকদের কে চিকিৎসা,মৃত্যুকালীন,পড়াশোনা খরচ হিসাবে ২৫০০ হাজার অসংগঠিত নির্মাণ কর্মী,পরিবহন কর্মীদের কে রাজ্যের শ্রমদফতরের দেওয়া এককালীন সাহায্য তুলেদেন জেলা সভাধিপতি শামিমা শেখ।
এদিন অনুষ্ঠানে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজন এসেছিলেন।