শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্বরেলের উদ্যোগে ক্যানিংয়ে স্বাস্থ্য পরীক্ষা

News Sundarban.com :
জানুয়ারি ৯, ২০১৮
news-image

দিনের তাপমাত্রা অত্যধিক হারে কমে যাওযার ফলে ঠান্ডায় কাবু। ফলে অনেক সময় সর্দি,কাশী,মাথা যন্ত্রনা সহ দেহের নানান ধরনের রোগ বাসা বাঁধে।সময়ের অভাবে রেলের কর্মচারীরা অনেক সময় ডাক্তার দেখানোর সময় পান না।
সেই সব রেল কর্মচারীদের জন্য শিয়ালদহ দক্ষিন শাখার সমস্ত ষ্টেশনে পূর্বরেলের উদ্যোগে শুরু হল এক স্বাস্থ্য পরীক্ষা শিবির। মঙ্গলবার সকালে এমনই এক স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় ক্যানিং ষ্টেশনে। এদিন নিজেদের কাজের ফাঁকে স্বাস্থ্য পরীক্ষা করান রেল কর্মীরা। আরপিএফ জওয়ান বিজয় কুমার বলেন “দিন কয়েক আগে খুব জ্বর ও মাথা যন্ত্রণা হয় কিন্তু কাজের চাপে চিকিৎসা করার সময় পেলাম না। অাজ ষ্টেশনের উপর এমন মেডিকেল ক্যাম্প হওয়ায় সেই সুযোগ পেয়ে কাজে লাগালাম।”।