ক্যানিংয়ে খাল সংস্কার ও খনন কাজ শুরু

সুভাষ চন্দ্র দাশ
প্রায়ই চাষীরা জলের অভাবে চাষ করতে পারেন না। নষ্ট হয় হাজার হাজার টাকার ফসল। ক্ষতিগ্রস্থ হয়ে অনেক সময় চাষীরা আত্মহত্যার পথ বেছে নেন। সেই করুন দুর্দশা থেকে চাষীদের মুখে হাসি ফোটাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর একান্ত প্রচেষ্টা ও অনুপ্রেরণায় এবং এগ্রি-ইরিগেশানের সহযোগিতায় মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিংয়ের গোপালপুর আমতলা চৌমাথায় খাল খনন ও সংস্কারের কাজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্যামল মন্ডল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর অঞ্চল তৃণমূল সভাপতি বলাই মাহান্তী,জেলাপরিষদ সদস্যা মিতা মাহান্তী,মনিরুল মিস্ত্রী সহ বিশিষ্টরা।
গোপালপুর অঞ্চল তৃণমুল সভাপতি বলাই মাহান্তী জানান “ প্রায় ১০কিমি চারটি খাল পূর্ণ সংস্কার করে গভীর ভাবে খনন করা হবে। এরজন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ হয়েছে”।
বিধায়ক শ্যামল মন্ডল বলেন “এই চারটি খালের জল গোপালপুরের চাষীরা তাঁদের চাষের কাজের জন্য ব্যবহার করতে পারবেন। আগামী দিনে গোপালপুর চাষীরা ফসল উৎপন্ন করে এক নতু দৃষ্টান্ত গড়বেন”।