বাসন্তীতে শুরু হল সুন্দরবন বিবেকানন্দ যুবমেলা

সুভাষ চন্দ্র দাশ
হল সুন্দরবন বিবেকানন্দ যুবমেলা। শনিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের ১০নং ভুপেন্দ্র জনকল্যাণ সমিতির উদ্যোগে ১০নং আমঝাড়া বড়িয়ার ১০নং মাঝিপাড়া জুনিয়র হাইস্কুল মাঠে দ্বিতীয় বর্ষের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেলুড় মঠের মহারাজ স্বামী সচ্চিদানন্দ মহারাজ। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি ব্লকের বিধায়ক সুকুমার মাহাতো। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক রবীন্দ্র নাথ মন্ডল,বিশিষ্ট সমাজসেবী তথা বিবেকানন্দ ফুটবল একাডেমীর সম্পাদক দেবাশীষ বৈরাগী,বিশিষ্ট ফুটবল কোচ অসীম কয়াল,প্রিয়তোষ মন্ডল,পবন সরদার,মেলাকমিটির সম্পাদক কমলেন্দু সরদার ও ফুলমালঞ্চ গ্রামপঞ্চায়েত প্রধান অাফতার মোল্ল্যা।
মেলা কমিটির সভাপতি শুভঙ্কর সরদার বলেন “প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া এই এলাকায় কোন মেলা অনুষ্ঠান হয় না ,যার ফলে এলাকার মানুষজন দুরে কোথাও যেতে পারেন না অর্থনৈতিক সমস্যা সহ অন্যান্য অসুবিধার কারণে। তার জন্য আমাদের এই মেলার আয়োজন”। মেলা চলবে আগামী ১২ জানুয়ারী অবধি। মেলায় থাকছে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান,স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির,রক্তদান শিবির সহ বাউলগান,যাত্রাপালা।