বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেফতার ইরানের প্রাক্তন প্রেসিডেন্ট

News Sundarban.com :
জানুয়ারি ৭, ২০১৮
news-image

গ্রেফতার করা হল ইরানের প্রাক্তন প্রেসিডেন্টকে । অভিযোগ উঠেছে,সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিয়েছেন, ঘটনার জেরে ইসলামি দুনিয়ায় প্রবল আলোড়ন ছড়িয়েছে৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, গ্রেফতার হয়েছেন মাহমুদ আহমেদিনেজাদ৷ তবে এই সংবাদের বিষয়ে নীরব ইরান সরকার৷
কারাগারে পাঠানো হবে নাকি গৃহবন্দি করা হবে প্রাক্তন প্রেসিডেন্টকে সেই নিয়ে টালবাহানা চলছে৷ শেষ নির্দেশ দেবেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেনি৷ তাঁর অনুমোদনের অপেক্ষায় আছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি৷
দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া, বেকারত্ব বৃদ্ধি ও বিদেশনীতির প্রতিবাদে কিছু পোস্ট হয়েছিল সোশ্যাল সাইটে তারই জের ইরানের সর্বত্র ছড়ায় বিক্ষোভ৷ টানা ১১ দিন চলেছে এই অচলাবস্থা৷ সরকার কড়া হাতে বিক্ষোভ দমন করে৷ এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়৷ গ্রেফতার করা হয়েছে বহু বিক্ষোভকারীকে৷