শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেসির সঙ্গে বার্সেলোনা চুক্তিবদ্ধ ২০২১ সাল 

News Sundarban.com :
জানুয়ারি ৬, ২০১৮
news-image

লিওনেল মেসির সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ বার্সেলোনা। তবে পরিস্থিতি তৈরি হলে তার আগেই ন্যু-ক্যাম্প ছাড়তে পারবেন আর্জেন্টাইন সুপারস্টার। নতুন চুক্তিনামায় নাকি এমন শর্তও উল্লেখ রয়েছে।

স্পেন থেকে স্বাধীন হওয়ার জন্য লড়ছে কাতালুনিয়া। স্বাধীনতা যদি কার্যকর হয় এবং কাতালুনিয়া স্পেন থেকে আলাদা হয়ে যায় তবে বার্সেলোনা ছাড়তে পারবেন মেসি।

গত নভেম্বরে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন মেসি। নতুন চুক্তিতে মেসির বাই-আউট ক্লজ ধরা হয়েছে ৭০০ মিলিয়ন ইউরো।  
কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে আইনে সংশোধনী না আনলে স্পেনের শীর্ষ লিগে খেলার মর্যাদা হারাবে বার্সেলোনা। তবে এক্ষেত্রে কাতালান ক্লাবটি যদি ইংলিশ, জার্মান কিংবা ইতালিয়ান লিগে খেলার সুযোগ পায় তবে বার্সেলোনাতেই থাকবেন মেসি। তবে বার্সা যদি স্পেনের পাশাপাশি ইংল্যান্ড, জার্মানি কিংবা ইতালিতে খেলার সুযোগ না পায় তবে কোনো বাধা ছাড়াই ন্যু-ক্যাম্প ছাড়তে পারবেন কিং লিও।