শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুয়াশায় জেরে ব্যহত ট্রেন চলাচল

News Sundarban.com :
জানুয়ারি ৬, ২০১৮
news-image

প্রবল ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। ভোরের দিকে থাকছে ঘন কুয়াশা। আর তার জেরে সব শাখায় ট্রেনের গতি মন্থর। দুরপাল্লার সব ট্রেন চলছে দেরিতে। ডাউন লাইনে রাজধানী, দুন, দুরন্ত, কালকা, সরাইঘাট, যোধপুর, অমৃতসর, জম্মুতাওয়াই এক্সপ্রেস, বোম্বে মেল সব ট্রেনই গড়ে প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা দেরিতে চলছে।
শিয়ালদহমুখী দুরন্ত এক্সপ্রেস সাড়ে ১১ ঘণ্টা দেরিতে চলছে। শিয়ালদহমুখী রাজধানী এক্সপ্রেস চলছে ১৩ ঘণ্টা দেরিতে। হাওড়ামুখী রাজধানী এক্সপ্রেস ১২ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী যোধপুর এক্সপ্রেস চলছে রেকর্ড ২৬ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী কালকা মেল চলছে ১৬ ঘণ্টা দেরিতে। হাওড়ামুখী বম্বে মেল ১০ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী অমৃতসর মেল সাড়ে ৭ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী দুন এক্সপ্রেস ৬ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী জম্মুতাওয়াই এক্সপ্রেস ৯ ঘণ্টা দেরিতে চলছে। হাওড়ামুখী সরাইঘাট এক্সপ্রেস চলছে প্রায় ৬ ঘণ্টা দেরিতে। ডাউন ট্রেন দেরিতে চলায় শিয়ালদহ ও হাওড়ায় আপ লাইনেও কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়সূচিরও পরিবর্তনের করার সম্ভাবনা রয়েছে।