বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইনি লড়াইয়ে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

News Sundarban.com :
জানুয়ারি ৫, ২০১৮
news-image

সেই ব্যাননের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রকাশিতব্য বইয়ে ট্রাম্প সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরায় তার বিরুদ্ধে ক্ষেপেছেন প্রেসিডেন্ট। প্রায় পাঁচ মাস আগেই স্টিভ ব্যাননকে বরখাস্ত করেছিলেন ট্রাম্প। তবু ট্রাম্প-ব্যানন দ্বৈরথ থামার নাম নেই। উল্টে দুইপক্ষের একপ্রস্ত বাগযুদ্ধের পর বিষয়টি এবার তালগোল পাকিয়েছে। পত্রিকা বলছে, নিজের প্রাক্তন মুখ্য পরামর্শদাতা ব্যাননকে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ব্যাননের বিরুদ্ধে গোপনীয়তার শর্ত লঙ্ঘন আর মানহানির অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস’। যাবতীয় বিতর্ক এই বইটি নিয়েই।

আগামী সপ্তাহে প্রকাশিত হতে চলেছে সাংবাদিক মাইকেল উল্ফ-এর এই বই। সেখানেই মুখ খুলেছেন ব্যানন। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে। নতুন বইটিতে স্টিভও সেই একই প্রসঙ্গ টেনে বিঁধেছেন ট্রাম্প পুত্র ডন জুনিয়রকে। লেখক মাইকেলকে স্টিভ জানিয়েছেন, রিপাবলিকানদের প্রচার চলাকালীন ২০১৬ সালের জুনে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে রুশ প্রতিনিধিদের সঙ্গে জুনিয়র ট্রাম্পের বৈঠক আসলে দেশদ্রোহের সামিল। শুধু ট্রাম্প জুনিয়রই নন, মেলানিয়া থেকে শুরু করে ইভাঙ্কা ট্রাম্প, বইয়ে পরিবারের একের পর এক সদস্যকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেছেন ব্যানন।-আনন্দবাজার