শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শুরু হল সুন্দরবন মেলা

News Sundarban.com :
জানুয়ারি ৪, ২০১৮
news-image

সুভাষ চন্দ্র দাশ 

নদীনালা বেষ্টিত গাছগাছালি ও হিংস্র বাঘের রাজত্বে ঘেরা বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ সুন্দরবন। সেই সুন্দরবনের অন্যতম প্রবেশদ্বার ক্যানিংয়ের স্পোর্টস কমপ্লেক্স মাঠের পার্শ্বস্থ মাঠে শুরু হল ক্যানিং বন্ধুমহল আয়োজিত ৪১তম বর্ষের সুন্দরবন মেলা। বুধবার সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক সূচনা করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী সভাধিপতি শৈবাল লাহিড়ী,ক্যানিং ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশ রাম দাস,মাতলা ১নং গ্রামপঞ্চায়েত প্রধান তপন সাহা,মাতলা ২নং গ্রামপঞ্চায়েত প্রধান উত্তম দাস,বিশিষ্ট শিক্ষক যাদব চন্দ্র বৈদ্য সহ বিশিষ্টরা।
মেলা চলবে আগামী ১২ জানুয়ারী পর্যন্ত। মেলায় থাকছে নানান ধরনের সরকারী বেসরকারী ষ্টল।
বন্ধুমহল মেলার সম্পাদক প্রদীপ নাথ জানান প্রত্যহ মেলা প্রাঙ্গনে thakchee “দিলীপ সরকার” মঞ্চে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান