পাচারকারী সন্দেহে আটক মহিলা

এক শিশুকন্যা কে নিয়ে দীর্ঘক্ষণ নাটক চললো ক্যানিং ষ্টেশনে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শিয়াদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে।রেল পুলিশ সুত্রে জানা গেছে এদিন ৮-২৮ এর ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালে বারুইপুর থানার কমলপুর গ্রামের বাসিন্দা আকিলা সরদার একটি শিশুকন্যা নিয়ে চাম্পাহাটি ষ্টেশন থেকে ক্যানিং যাওয়ার জন্য ট্রেনে ওঠেন। ট্রেনের মধ্যে শিশুকন্যাটি অতিরিক্ত কাঁদতে দেখে সন্দেহ হয় ট্রেনের যাত্রী সুন্দরবন পাঠানখালি হাজী দেশারত কলেজের অধ্যাপিকা তনুশ্রী মজুদার,অধ্যাপিকা অারতি রায় এবং নার্স চন্দনা বিশ্বাসের । অভিযুক্ত মহিলা আকিলা সরদারের সাথে কথা বলে সন্দেহ হওয়ায় শিশুকন্যা সহ মহিলাকে ক্যানিং ষ্টেশনে নামিয়ে স্থানীয় হকার বাপন নস্করের সহযোগিতায় ক্যানিং রেলপুলিশে ঘটনাটি জানালে রেলপুলিশ মহিলাসহ শিশুটিকে আটক করে জিঞ্জাসাবাদ শুরূ করেন। পরে সন্দেহ জনক হওয়ায় ক্যানিং আরপিএফ সোনারপুর জিআরপি হাতে তুলে দেন। সোনারপুর জিঅারপি আকিলা সরদারের বিষয় খোঁজখবর নিয়ে শিশুর মমা-বাবার প্রমাণ দেখে ছেড়ে দেন। সোনারপুর জিআরপির ওসি তুহিন দাস বলেন “সামান্য একটু ভুলছিল। আকিলা সরদার শিশুটিকে নিয়ে যাওয়ার সময় শিশুটির বাবা মা সঙ্গে না থাকায় সন্দেহের বসে এমন ঘটনা ঘটেছে।”
নিত্যযাত্রী দেবব্রত মুখার্জী,বাপীপাত্র,তারক দাস রা জানান সন্দেহ হোক বা নাই হোক “দুই অধ্যাপিকা,একজন নার্স যেভাবে তৎপরতার সাথে এমন মাতৃসুলভ কাজ করেছেন তার তুলনা হয়না। বিশেষ করে রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগণা জেলা নারী পাচার,শিশু র শীর্ষে।সেইখানে দাঁড়িয়ে অারপিএফ ও অধ্যাপিকাদের এমন কাজের জন্য প্রশংসা করতেই হয়। ।