বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কেন্দ্রের সিলমোহর মুখ্যমন্ত্রীর আঁকা লোগোয়

News Sundarban.com :
জানুয়ারি ৩, ২০১৮
news-image

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোগো এঁকেছিলেন আর সেই লোগোকেই এবার অনুমোদন দিল নরেন্দ্র মোদীর সরকার৷ রাজ্য প্রশাসন সূত্রে খবর, এই লোগো এখন থেকে ব্যবহার করতে পারবে রাজ্য সরকার৷ এখন থেকে এটাই পশ্চিমবঙ্গের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে৷ অশোকস্তম্ভের পাশেই সরকারি ভাবে এই লোগো ব্যবহার করতে পারবে৷ আগামী শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নবান্ন সূত্রে জানা গিয়েছে৷
প্রসঙ্গত, কয়েকমাস আগে এই লোগোর আনুষ্ঠানিক প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই লোগো নিজেই এঁকেছেন মুখ্যমন্ত্রী৷ ‘ব’ লেখা ওই লোগোর পিছনে রয়েছে একটি পৃথিবীর গোলক৷ উপরে ও নিচে বাংলায় পশ্চিমবঙ্গ ও ইংরেজিতে WEST BENGAL লেখা৷ পশ্চিমবঙ্গের প্রতীক হিসেবে ওই লোগোকে প্রথমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস করানো হয়৷ তার পর তা পাঠানো হয় কেন্দ্রীয় সরকারের কাছে৷
কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানোর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিহার, উত্তরপ্রদেশের নিজস্ব লোগো আছে৷ কিন্তু বাংলার কোনও লোগো নেই৷ তাই এই উদ্যোগ তিনি নিয়েছেন৷ এই ধরনের কোনও লোগো না কারণে অন্য রাজ্যদের ভিড়ে হারিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ৷ ফলে বলাই যায়, কেন্দ্রের এই সিদ্ধান্তের পর বলা যেতেই পারে যে, জাতীয়স্তরে এবার থেকে পশ্চিমবঙ্গ আলাদা মর্যাদা পেল৷