বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী সপ্তাহের শুরুতেই জাঁকিয়ে পড়বে শীত

News Sundarban.com :
জানুয়ারি ১, ২০১৮
news-image

নামবে পারদ নতুন বছররে শুরুরুতে এল খুশির খবর চ্ল্তি মাসের দ্বিতীয় সপ্তাহেই জাঁকিয়ে পড়বে শীত। মৌসম ভবনের পূর্বাভাস অনুসারে ঘূর্ণাবর্ত কেটে ‌যাওয়ায় জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে গোটা দক্ষিণবঙ্গে নামবে পারদ । শীতের কামড় শক্ত হবে উত্তরবঙ্গেও। ত্রিপুরা ও বাংলাদেশের ওপর অবস্থিত গোঁয়াড় ঘূর্ণাবর্তে ডিসেম্বরে শীতের স্বাদ পায়নি বাঙালি। নাতিশীতোষ্ণ বড়দিন ও নববর্ষ উজ্জাপনের পরই এসেছে আশার খবর। উপগ্রহ চিত্র বলছে, ঘূর্ণাবর্ত সরেছে মায়ানমার উপকূলে। ‌যার জেরে চলতি সপ্তাহে ক্রমশ সক্রিয় হবে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। ক্রমশ নামবে তাপমাত্রা।
মৌসম ভবনের উপগ্রহ চিত্র বলছে, দক্ষিণবঙ্গে শীতের কামড় প্রথম টের পাওয়া ‌যাবে পশ্চিমের জেলাগুলিতে। ক্রমশ গাঙ্গেয় উপত্য়কাকে গ্রাস করবে উত্তুরে হাওয়া। ‌যার জেরে ৮ ডিসেম্বর কলকাতার সর্বনিন্ম তাপমাত্রা নেমে ‌যেতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসের নীচে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে পুরুলিয়ার কিছু এলাকা ও দুই জেলার উপকূল বাদ দিলে গোটা দক্ষিণবঙ্গের তাপমাত্রা থাকবে ১০ – ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্য়ে। -২৪ ঘন্টা