মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মহিলারা পুরুষ সফরসঙ্গী ছাড়াই হজযাত্রা করতে পারবেন , ঘোষণা প্রধানমন্ত্রীর

News Sundarban.com :
ডিসেম্বর ৩১, ২০১৭
news-image

মহিলারা এবার পুরুষ সফরসঙ্গী ছাড়াই হজযাত্রা করতে পারবেন। ৭০ বছর ধরে চলে আসা নিয়ম তুলে দিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার আকাশবাণীতে মাসিক ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি বলেন, ”পুরুষ সফরসঙ্গী ছাড়া মহিলারা হজে যেতে পারতেন না। স্বাধীনতার পর থেকে এই নিয়ম চলে আসছিল। মুসলিম মহিলাদের সঙ্গে অন্যায় হচ্ছিল। ওই নিয়ম আমরা বদলে দিয়েছি। আমার সরকারের সংখ্যালঘু উন্নয়নমন্ত্রক এব্যাপারে নজর দেয়। বহু ইসলামিক দেশেই এই নিয়ম নেই।” প্রধানমন্ত্রী আরও বলেন, ”সরকার নিয়ম তুলে দেওয়ার পর এক হজযাত্রার জন্য আবেদন করেছেন ১,৩০০ জন মুসলিম মহিলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আবেদন এসেছে। আমি বলেছি, একা মহিলা আবেদনকারীদের লটারি ব্যবস্থার বাইরে রাখা হোক। তাদের জন্য সংরক্ষিত থাকবে আসন।ভারতের উন্নয়নে নারীশক্তির ভূমিকার কথা মনে করিয়ে মোদী বলেন, ”ভারতের বিকাশ নারীশক্তির উন্মেষ ছাড়া সম্ভব নয়। পুরুষ ও মহিলা সমান সুযোগ পান, তা নিশ্চিত করতে হবে।” সদ্য লোকসভার তাত্ক্ষণিক তিন তালাক প্রতিরোধে বিল পাশ হয়েছে। তার আগে সুপ্রিম কোর্টে তিন তালাক মামলায় এই প্রথার বিরোধিতা করে হলফনামা দিয়েছিল মোদী সরকার। _২৪ ঘন্টা ‘