শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জলঢাকা নদীর তীরে শুরু হল তিস্তা-রঙ্গিত পর্যটন উত্সব

News Sundarban.com :
ডিসেম্বর ৩১, ২০১৭
news-image

শনিবার থেকে ডুয়ার্সে শুরু হল তিস্তা-রঙ্গিত পর্যটন উত্সব। জলঢাকা নদীর তীরে দলগাঁও-তে এই উত্সবকে ঘিরে ইতিমধ্যেই দেশ-বিদেশের পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। দু’দিনের এই উৎসবে মূলত নেপালি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়। শনিবার উৎসবের সূচনা করেন জিটিএ সদস্য সান্তাবীর সুব্বা।একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যদিকে রয়েছে রকমারি খাবারের স্টল। উত্সবকে কেন্দ্র করে বসেছে মেলা। সেখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের অর্কিড। যা দেখে মুগ্ধ পর্যটকরা। পর্যটকদের সুবিধার জন্য সেখানে খোলা হয়েছে একটি ইনফরমেশন সেন্টার। জিটিএ সদস্য সান্তাবীর সুব্বা বলেন, পাহাড়ে এখন পরিবেশ শান্ত। তারই মাঝে এই উৎসব পর্যটনের বিকাশে উল্লেখযোগ্য ভাবে কাজ করবে।