বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

হারানো শিশু কে ফিরে পেল পরিবার

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০১৭
news-image

সুভাষ চন্দ্র দাশ

হারানো সন্তান কে ফিরে পেল তার পরিবার। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং ষ্টেশনে। রেল পুলিশ সুত্রে জানা গেছে এদিন সকাল ১০-১০এর ডাউন ক্যানিং লোকালে তালদি ষ্টেশন থেকে বছর আটের এক শিশু ফারুক মন্ডল ক্যানিং এ নেমে কাঁদদে দেখে কয়েকজন মহিলা শিশুটিকে নিয়ে ক্যানিং RPFএর হাতে তুলে দেন। পরে RPFএর সৌজন্যে শিশুকে ফিরে পায় তার পরিবার।
বাসন্তী থানার কাঁঠালবেড়িয়ার বাসিন্দা আব্দুল জলিল জমাদার জানান “আমার ভাগ্না ফারুক মন্ডল এদিন ষ্টেশনে হারিয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করে ক্যানিং ষ্টেশনে এসে খোঁজ পেয়ে RPF র কাছ থেকে শিশুটিকে পাই। আরপিএফ এর এমন মহান কাজের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ”
অন্যদিকে ক্যানিং RPF কনেষ্টবল তাপস দেবশর্মা জানান পুলিশ হিসাবে কর্তব্য পালন করেছি। শিশুটি কে তার পরিবারের হাতে তুলে দিতে পেরে খুশি।