শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এবার হেলিকপ্টার নিয়ে মন্ত্রী ও সচিবরা যেতে পারবেন চট জলদি জেলা সফরে

News Sundarban.com :
ডিসেম্বর ৩০, ২০১৭
news-image

এবার থেকে সরকারি কাজের জন্য রাজ্য সরকারের হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন মন্ত্রী এবং সচিবরা। অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের ইচ্ছেটা তাই। এতদিন রাজ্য সরকারের হেলিকপ্টার ব্যবহার করতেন শুধুমাত্র রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। এবার হেলিকপ্টার নিয়ে মন্ত্রী ও সচিবরা যেতে পারবেন চট জলদি জেলা সফরে।

জানা গেছে, রাজ্য সরকারের সঙ্গে গ্লোবাল ভেকট্রা হেলিকপ্টার লিমিটেডের একটি চুক্তি রয়েছে। যাতে বলা হয়েছে হেলিকপ্টার টি মাসে পঁয়তাল্লিশ ঘন্টা ভাড়া নেবে রাজ্য। এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করে প্রতি ঘন্টায় ভাড়া দিতে হয়। অর্থাৎ রাজ্য সরকারকে হেলিকপ্টার বাবদ ভাড়া দিতে হয় চুয়াত্তর লক্ষ পঁচিশ হাজার টাকা। অথচ, রাজ্যপাল বা মুখ্যমন্ত্রী কোনও কোনও মাসে হেলিকপ্টার চড়েনই না। কোনও মাসে যাও বা হেলিকপ্টার চড়েন তাতে পঁয়তাল্লিশ ঘন্টা পূরণ হয় না। তাই মুখ্যমন্ত্রীর যুক্তি, ভাড়ার টাকা যখন দিতেই হচ্ছে তখন মাসের কয়েকদিন মন্ত্রীরাও তা ব্যবহার করুন। তাতে সময় বাঁচবে। আবার জেলার কাজেও অগ্রগতি আসবে।