শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনও দাপট অব্যাহত রেখেছে ইংল্যান্ড

News Sundarban.com :
ডিসেম্বর ২৯, ২০১৭
news-image

মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনও দাপট অব্যাহত রেখেছে ইংল্যান্ড। প্রথম দিন অস্ট্রেলিয়ার আধিপত্যের পর টানা দুদিন দাপট দেখায় ইংলিশরা। আর তাতে করে চলমান অ্যাশেজে টানা তিন টেস্টে হারার পর প্রথম জয়ের স্বপ্ন দেখছে জো রুটের দল। বৃহস্পতিবার অ্যালেস্টার কুকের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে টেস্টের তৃতীয় দিন শেষে ১ উইকেট হাতে রেখে ১৬৪ রানের বড় লিড নিয়েছে ইংল্যান্ড।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের প্রথম ইনিংসে আগে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দারুণ শুরুর পর বুধবার ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে ৩২৭ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৯১ রান করেছে ইংল্যান্ড।

ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি করা কুক ২৪৪ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। তার সঙ্গী জেমস অ্যান্ডারসন ১৫ বলে ০ রান নিয়ে মাঠ ছাড়েন। এছাড়া জো রুট ৬১, স্টুয়ার্ট ব্রড ৫৬, জনি বেয়ারস্টো ২২ এবং মঈন আলি করেন ২০ রান।

অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজলউড, প্যাট কামিন্স ও নাথান লায়ন সমান তিনটি করে উইকেট নেন।

সকালে ২ উইকেটে ১৯২ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড শুরুতেই রুটের উইকেট হারা। এরপর খুব একটা সুবিধা করতে পারেননি ডেভিড মালানও। তবে বেয়ারস্টো ও ক্রিস ওকসের সঙ্গে দুটি ছোট অথচ কার্যকরী জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান কুক।

দলীয় ৩০৭ রানের মাথায় মঈন ফিরে গেলে সপ্তম উইকেটে ওকসকে নিয়ে ৫৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে লিড এনে দেন কুক। দ্রুত ওকস ও টম কুরান বিদায় নিলেও ম্যাচের লাগাম ধরে রাখেন কুক। নবম উইকেটে ব্রডকে নিয়ে ঠিক ১০০ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে হতাশ করেন সাবেক অধিনায়ক, তুলে নেন ডাবল সেঞ্চুরি। দলীয় ৪৭৩ রানের মাথায় ব্রড বিদায় নিলে অ্যান্ডারসনকে নিয়ে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে পার করে দেন কুক।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জ্যাকসন বার্ডের করা ১২৮তম ওভারের চতুর্থ বলে চার হাঁকিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন কুক। প্রায় সাড়ে ৯ ঘণ্টা ক্রিজে থেকে ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরির পথে ওয়ালি হ্যামন্ডকে (২০০) পেছনে ফেলে মেলবোর্নে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ইংলিশ ব্যাটসম্যানে পরিণত হন কুক।

একইসঙ্গে মেলবোর্ন টেস্টে সফরকারী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক বনেন কুক। ১৯৮৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে ২০৮ রানের ইনিংস খেলেছিলেন স্যার ভিভ রিচার্ডস। ৩৩ বছর পর তাকে ছাড়িয়ে যান কুক। একইদিনে শিবনারায়ন চন্দরপল (১১৮৬৭) এবং ব্রায়ান লারাকে (১১৯৫৩) টপকে সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রহকারী বনেন এই স্টাইলিশ ব্যাটসম্যান (১১৯৫৬)।

বুধবার ৩ উইকেটে ২৪৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দারুণ শুরুর পর ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে। স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনদের তোপের মুখে পড়ে ৬৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ৩২৭ রানে গুটিয়ে যায় অজিরা।

আগের দিন অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ১০৩ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। এছাড়া স্টিভেন স্মিথ ৭৬ এবং শন মার্শ করেন ৬১ রান।

ইংল্যান্ডের হয়ে ব্রড চারটি এবং অ্যান্ডারসন নেন তিনটি উইকেট। এছাড়া ক্রিস ওকস দুটি এবং টম কুরান নেন একটি উইকেট।