শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চিটফান্ডের টাকা ফেরতের দাবিতে ক্যানিংয়ে রেল অবরোধ

News Sundarban.com :
ডিসেম্বর ২৯, ২০১৭
news-image

সুভাষ চন্দ্র দাশ 

চিটফান্ডের টাকা ফেরতের দাবিতে  রেল অবরোধ করলো এজেন্টরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং ষ্টেশনে। এদিন কয়েক হাজার চিটফান্ড এজেন্ট ও আমানতকারী রা ক্যানিং বাজার এলাকায় মিছিল করে পরিক্রমা করে,পরে ক্যানিং ষ্টেশনে রেল অবরোধ করে।রেল অবরোধ করার ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বিঘ্নিত হয় এবং সমস্যায় পড়তে হয় সুন্দরবনে আসা পর্যটকদের। পরিস্থিতি সামলাতে অবরোধ তুলে নিতে  অবরোধকারিদের সাথে কথা বলে রেলপুলিশ। রেলপুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন চিটফান্ড এজেন্টরা।অল বেঙ্গল চিটফান্ড ডিপোজিটস্ এন্ড এজেন্টস্ ফোরামের দাবি  রাজ্য ও কেন্দ্র সরকার উদ্যোগ নিয়ে অবিলম্বে  আমানতকারীদের টাকা সুদ সহ ফেরত দিতে হবে এবং সমস্ত কোম্পানীর এজেন্টদের নিরাপত্তা দিতে হবে।
চিটফান্ড এজেন্ট শরৎ সেন,নির্মল সরকার রা জানান “রাজ্য ও কেন্দ্র সরকার টাকা ফেরতের নামে হয়রানী শুরু করেছে। দীর্ঘদিন ধরে আমাদের কে হেনস্থা হতে হচ্ছে,বাড়ীতে আমারা থাকতে পারছি না । আমাদের কোন নিরাপত্তা নেই।যেখানে গরিব মানুষের স্বার্থ জড়িত সেখানে সরকার নাকে তেল দিয়ে ঘুমিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যস্ত।যারা প্রত্যক্ষ ভাবে চিটফান্ড থেকে থেকে লাভবান হয়েছে তারা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে দিব্যি বহাল রয়েছে।অার সাধারণ এজেন্ট ও অামানতকারিরা বিপদে পড়েছে।সরকার কে অবিলম্বে টাকা ফেরতে ব্যবস্থা করতে হবে নাহলে আগামী দিনে নবান্ন ঘেরাও করে আমরণ অনশন কর্মসূচি নেওয়া হবে।