“স্বচ্ছতাই সেবা” প্রকল্পের নলকূপ খনন এর উদ্বোধন

সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে পানীয় জলের সংকট প্রায়ই দেখা যায়। এমনকি সুন্দরবন যখন ২০০৯ সালে ২৫ মে আয়লায় বিধ্বস্থ হয়েছিল বিশাল এলাকা তখন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মিলেছিল সরকারী বেসরকারী খাদ্য বস্ত্র সহ নানা ধরনের ত্রাণ। কিন্তু সেই মহাবিপর্যয়ের মুখে দাঁড়িয়ে প্রত্যন্ত সুন্দরবনবাসীদের কে বাঁচার তাগিদে পানীয় জলের জন্য হাহাকার করতে হয়েছিল। সেই সময় খাদ্যের থেকে পানীয় জলের জন্য ২০/২৫ কিমি পর্যন্ত ছুটতে হয়েছিল। যদিও ভারতীয় সেনাবাহিনী যতটা সম্ভব গাড়ীতে করে পানীয় জল পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল। সেই পুরানো স্মৃতির ইতিহাস ভুলতে বৃহষ্পতিবার রাতে সুন্দরবনের বাসন্তী ব্লকের প্রত্যন্ত অনুন্নত গ্রাম চোরাডাকাতিয়ায় চারটি পানীয় জলের গভীর নলকূপ খনন কাজের সূচনা হল ONGCএবং কুলতলি মিলনতীর্থ সোসাইটির যৌথ উদ্যোগে। এছাড়াও এদিন CIFRIএর উদ্যোগে চোরাডাকাতিয়া গ্রামে মৎস্য চাষ সহ অন্যান্য ট্রেনিং এর কর্মসুচী নিয়েছেন। মুলত স্মার্ট ভিলেজ ও ডিজিটিল পরিষেবা পাবেন ঐ গ্রামের সকল মানুষজন। উল্লেখ্য গত এক মাস আগে ONGC মিলনতীর্থ সোসাইটির মাধ্যমে ৪০ টি মডেল শৌচাগার নির্মাণ করেন।এদিন রাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ONGC জেনারেল ম্যানেজার হেমন্ত কুমার শেঠী,ONGCডেপুটি জেনারেল ম্যানেজার শিবাজী সেনগুপ্ত, CIFRIএর ডিরেক্টর ডঃ বি কে দাস,কুলতলি মিলনতীর্থ সোসাইটির চেয়ারম্যান লোকমান মোল্লা,CIFRIএর প্রিন্সিপাল সাইনটিষ্ট ডঃ এ কে দাস সহ প্রমূখ ব্যাক্তি.