লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু জীবনতলা মডেল মাদ্রাসায়

সুভাষ চন্দ্র দাশ
লটারির মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু হল দক্ষিণ ২৪ পরগণা জেলার জীবনতলার মডেল মাদ্রাসায়। রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন নানান প্রশ্ন উঠছে ঠিক সেই মুহুর্তে উল্টো পথেই হাঁটছে একটি সরকারী মডেল মাদ্রাসা। মগরাহাট,জয়নগর,নামখানা,কাকদ্বী,বাসন্তী,গোসাবা,ক্যানিং সহ জেলার বিভিন্ন প্রান্তের অভিভাবকরা নিজেদের সন্তানদের ইংরাজীর তে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলতেই সকাল থেকে লাইন দিয়ে ফর্ম তুলে জমা দিলেন। গত বুধবারই ছিল শেষ দিন। উল্লেখ্য প্রত্যন্ত গ্রামের সংখ্যালঘু ছেলে-মেয়েদের জন্য ২০০৯ সালে বাম জমানায় দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং ২নং ব্লকের জীবনতলা থানার আঠারোবাঁকিতে তৈরী ইংলিস মিডিয়াম ও ইসলামিক মডেল মাদ্রাসা যা জেলায় প্রথম।মাদ্রাসার উদ্বোধন করেন তৎকালীন সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষাদফতরের মন্ত্রী আব্দুর সাত্তার।উদ্বোধন হলেও পঠনপাঠনের কাজ শুরু হয় তৃণমূলের জমানায় ২০১৪ সাল থেকে। আবাসিক ও অনাবাসিক মডেল মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ার ব্যবস্থা রয়েছে এবং বর্তমানে নয়জন শিক্ষক পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন।
মডেল স্কুলের প্রধান শিক্ষক নইমুলইসলাম মিস্ত্রী জানানা “কেজি ওয়ান ও আপার কেজিতে লটারীর মাধ্যমে মোট ৯০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এপর্যন্ত প্রায় ১০০০ ফর্ম জমা পড়েছে। আগামী ৩০ডিসেম্বর লটারী হবে জীবনতলা বিডিও অফিস সংলগ্ন। লটারীর দিন বিডিও,সভাপতি,সহসভাপতি,জেলাপ্