পাওয়ার গ্রিড নিয়ে ফের উত্তপ্ত ভাঙড়, গুলিবিদ্ধ এক

পাওয়ার গ্রিড নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল বছরের শুরুতেই। সেই ঘটনার পর এক বছর কাটতে না কাটতেই নতুন করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। বৃহস্পতিবার জমি আন্দোলনকারীদের মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জমি বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগও উঠেছে। গুলিবিদ্ধ হয়েছেন একজন।একাধিক বাইক ও গাড়িতে আগুন লাগানো হয়েছে
ঘটনার সুত্রপাত বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ। এদিন এলাকায় একটি বাইক মিছিল ছিল জমি আন্দোলনকারিদের। অভিযোগ কাশিপুর থানার অন্তর্গত অনন্তপুরে পাওয়ার গ্রিডের সামান্য অদূরে যখন আন্দোলনকারিদের মিছিল যাচ্ছিল সেই সময় তাদের উপর হামলা করা হয়। বোমাবাজি থেকে শুরু করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।