তিন তালাক বিল লোকসভায় পেশ

বহুচর্চিত তিন তালাক বিল বৃহস্পতিবার লোকসভায় পেশ করা হল। এদিন বিলটি পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এই বিল অনুযায়ী কোনও মুসলিম ধর্মাবলম্বী মানুষ, তাঁর স্ত্রীকে তিন তালাক দিতে পারবেন না৷ বিল পাশ হওয়ার পরেও যদি এই ঘটনা ঘটে, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে৷ এদিন লোকসভায় হাজির থাকার জন্য দলীয় সাংসদদের প্রতি হুইপ জারি করেছে বিজেপি।
প্রস্তাবিত বিলে বলা হয়েছে, কেউ তিন তালাক আইন ভাঙলে তার তিন বছরের কারাদন্ড হতে পারে। প্রসঙ্গত, গত অাগস্টে ৩-২ ভোটের ব্যবধানে তাৎক্ষণিক তালাকের প্রথাকে অসাংবিধানিক, অবৈধ হিসেবে উল্লেখ করে খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ। কিন্তু তারপরও তিন তালাকের কিছু ঘটনা সামনে আসায় আইন করে প্রথাটি বন্ধের উদ্যোগ নেওয়া হয়৷ গত কয়েক বছরে বেশ কয়েকটি নারী অধিকার সংগঠন এবং তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের করা মামলা সামনে রেখে তিন তালাক প্রথা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।