মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

জাতীয় কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল ক্যানিংয়ে

News Sundarban.com :
ডিসেম্বর ২৯, ২০১৭
news-image

জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বৃহষ্পতি বার সকালে দক্ষিণ ২৪ পরগণা জেলা জাতীয় কংগ্রেসের উদ্যোগে ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস ক্যানিং হাসপাতাল মোড়ে দলীয় কার্যালেয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান দক্ষিণ ২৪ পরগণা জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি অর্ণব রায়। এছাড়াও ১৩৩ তম প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন ক্যানিং ১ নং ব্লক জাতীয় কংগ্রেস সভাপতি পাঁচু গোপাল হালদার,ব্লক সহসভাপতি শশাঙ্ক বেরা সহ জাতীয় কংগ্রেসের সদস্যরা।
জেলা কংগ্রেস সভাপতি অর্ণব রায় বলেন বর্তমানে মানুষ আমাদের থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস ভালোই ফল করবে কারণ তৃণমূল যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছে,পঞ্চায়েতস্তরে  ব্যাপক দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে মানুষ রায় দেবে। তবে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের  সময় সারা রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরী হবে কারণ তৃণমূলের মস্তান বাহিনী চাইবে তাদের অস্তিত্ব বজায় রাখতে। নতুন বছর সবার ভালোই কাটুক সেই আশা করবো“।