গুলির লড়াইয়ে খতম নুর

জম্মু-কাশ্মীরে এনকাউন্টারে মৃত্যু, এক শীর্ষস্তরীয় জইশ-এ-মহম্মদ জঙ্গির। গুলির লড়াইয়ে খতম নুর মহম্মদ তান্ত্রে ওরফে নুর ত্রালি। জইশ-এ-মহম্মদে ডিভিশনাল কমান্ডার পদে ছিল সে। পুলওয়ামার সাম্বুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়ে এই জঙ্গি নেতা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে সেখান থেকে অস্ত্রও উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। আশঙ্কা করা হচ্ছে, সম্ভবত আরও এক জঙ্গি এলাকায় লুকিয়ে। তার খোঁজে অপারেশন চলছে। গোপন সূত্রে খবর পেয়ে, জম্মু-কাশ্মীর পুলিসের একটি বিশেষ টিম সাম্বুরায় অভিযান চালায়। যে বাড়িতে জঙ্গিরা লুকিয়ে ছিল বলে খবর, সেটি প্রথমেই ঘিরে ফেলা হয়। এরপর চলে গুলির লড়াই। দুহাজার পনের থেকে প্যারোলে মুক্ত ছিল জইশ জঙ্গিনেতা নুর তান্ত্রে। এবছরের শুরুতে শ্রীনগর বিমানবন্দরে আত্মঘাতী হামলার মাস্টারমাইন্ডও ছিল সে।