মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

News Sundarban.com :
ডিসেম্বর ২৪, ২০১৭
news-image

এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দরিদ্র,অসহায়,দুঃস্থ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলো। শনিবার বিকালে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে উত্তর ২৪ পরগণা জেলার সন্দেশখালি ২ নং ব্লকের পূর্বআতাপুর (গোপালের ঘাট)গ্রামে দরিদ্র আদিবাসী সম্প্রদায়ের ৪৫০ জন কে শীত বস্ত্র ,কাপড়,সোয়েটার,মশারী,ব্যাগ,এবং শিশুদের জুতো,গেঞ্জী সহ অল্প কিছু খাদ্য দ্রব্য  বিতরণ করেন দক্ষিণ ২৪ পরগণা জেলার জীবনতলা থানার মঠের দিঘী পল্লী সেবা সদন।
মঠের দিঘী পল্লী সেবা সদনের কর্ণধার খোকন মন্ডল বলেন “বায়ুসেবী সংঘ,কাঁকুড়গাছি ও রোটারী ক্লাব অফ সুন্দরবনের সহযোগিতায় আমরা প্রথম বর্ষের এমন কাজ করতে পেরে আনন্দিত।
এদিনের অনুষ্টানে উপস্থিত ছিলেন  রোটারি ক্লা অফ সুন্দরবন এর সভাপতি কালিদাস স্বর্ণকার,বায়ুসেবী সংঘের সম্পাদক রাজেশ দাগা,বিশিষ্ট সমাজসেব অরুন দুলাল পাল,সমরেশ বৈদ্য,সহদেব রায় ও সোনালি সংঘের সম্পাদক নিরাপদ রায় সহ বিশিষ্টরা।  ফুলবাসী সরদার,নতু সরদার, মীনা মুন্ডারা শীত বস্ত্র পেয়ে খুবই খুশি।