শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩০

News Sundarban.com :
ডিসেম্বর ২৪, ২০১৭
news-image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। শনিবার বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিপাইনের আঞ্চলিক পুলিশ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, দ্বীপরাষ্ট্রটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে ঝড়ে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সেখানে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় তেম্বিনের আঘাতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে একটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে যায়। পুলিশ জানায়, এতে পার্শ্ববর্তী কয়েকটি শহর ও নগরীতে আরো চারজন নিহত হয়েছে।

এদিকে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, লানাও ডেল সুর প্রদেশে এ প্রাকৃতিক দুর্যোগে সাতজনের প্রাণহানি ঘটে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে। ভূমিধসে তারা মাটি চাপা পড়েছে বা বন্যার পানির তোড়ে ভেসে গেছে। এছাড়া এ প্রাকৃতিক দুর্যোগে ১২ হাজারের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রতি বছর গড়ে ২০টি শক্তিশালী ঝড় আঘাত হানলেও মিন্দানাওয়ে এ ধরনের ঝড় আঘাত হানার ঘটনা বিরল।-এএফপি