রবিবার, ১৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মহাকাশে মাথা তুলবে প্রথম বিলাসবহুল হোটেল

News Sundarban.com :
ডিসেম্বর ২৪, ২০১৭
news-image

আকাশকুসুম কল্পনা নয়। সবকিছু ঠিকঠাক ভাবে এগুলে আগামী পাঁচ বছরের মধ্যেই মহাকাশে মাথা তুলবে প্রথম বিলাসবহুল হোটেল। কয়েক বছর আগে থেকেই রাশিয়ায় এর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এ সংক্রান্ত পরিকল্পনা আরও একবার পর্যালোচনা করতে বসেছে রাশিয়ান মহাকাশ এজেন্সি ‘রসকসমস’।

পরিকল্পনা অনুযায়ী, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ যোগ হবে ‘লাক্সারি অরবিটাল স্যুট’। যেখানে ‘পোর্টহোল’সহ থাকবে একাধিক প্রাইভেট কেবিন। কেবিনে বসে এই পোর্টহোল দিয়ে দেখা যাবে পৃথিবী। মহাকাশে হেঁটে-চলে বেড়ানোরও ব্যবস্থা থাকবে। হোটেলে থাকার খরচ পড়বে ৪০ মিলিয়ন ডলার।