গাঁজা বাগান নষ্ট করলো পুলিশ

সুভাষ চন্দ্র দাশ
দীর্ঘদিন ধরে রীতি মতো বাড়ীতে বাড়ীতে চাষ করছিল নিষিদ্ধ গাঁজা। গোপন সুত্রে খবর পেয়ে গ্রামে হানা দেয় পুলিশ। রবিবার বিকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর থানার বেলেদুর্গানগর গ্রাম পঞ্চায়েতের পুর্ব রুপনগর ও জালাবেড়িয়া গ্রামে। এদিন থানায় গোপন সুত্রে খবর আসে দুই গ্রামে একাধিক বাড়ীতে গাঁজা গাছ চাষ করা হচ্ছে। খবর পাওয়া মাত্র গ্রামে হানা দেয় পুলিশ। দুই গ্রাম থেকে শতাধিক গাঁজা গাছ কেটে বাজেয়াপ্ত করেছে পুলিশ। তবে গ্রামে পুলিশ ঢোকা মাত্র গাঁজা চাষীরা বাড়ী ছেড়ে পালিয়ে যায়।