মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট চেলসির

News Sundarban.com :
ডিসেম্বর ২৪, ২০১৭
news-image

ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে চেলসি। শনিবার এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে আন্তনিও কোন্তের দল। এই ড্রয়ের ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ হাতছাড়া করল চেলসি।

গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে আধিপত্য বিস্তার করে চেলসি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দ্য ব্লুদজের।

চেলসিকে রুখে দেয়ার মধ্য দিয়ে নতুন কোচ স্যাম অ্যালারডিসের অধীনে এখনো অপরাজিত রইল এভারটন। এই নিয়ে প্রিমিয়ার লিগে টানা ছয় ম্যাচ অপরাজিত রইল গুডিসন পার্কের দলটি; যার পাঁচটিই অ্যালারডিসের অধীনে।

প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরেই রইল চেলসি। অন্যদিকে সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এভারটনের অবস্থান নয় নম্বরে। এক ম্যাচ কম খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি শনিবার রাতেই বোর্নমাউথের বিপক্ষে খেলতে নামবে।