আগামী মঙ্গলবার সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামী মঙ্গলবার সাগরদ্বীপে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা শুরুর আগে সেখানকার প্রস্তুতি দেখতে তাঁর এই সফর। শনিবার সেই কারণে পুলিশ ও প্রশাসনের অফিসারেরা এলাকায় নিরাপত্তা নিয়ে বৈঠক করছেন।২৫-২৭ ডিসেম্বর পাহাড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেটা বাতিল করে তিনি যাচ্ছেন সাগরে। সূত্রের খবর, সব ঠিক থাকলে বুধবার রাতে সেখান থেকে কলকাতায় ফিরবেন। ওই দিন দুপুরে সাগরদ্বীপে প্রশাসনিক একটি বৈঠক ধার্য হয়েছে। ২ জানুয়ারি সাগরমেলা নিয়ে হবে সাংবাদিক সম্মেলন। এর পরদিন নির্বাচিত সাংবাদিকদের প্রশাসন নিয়ে যাবে মেলার প্রস্তুতি দেখাতে। তিন দিন আগে ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়কে নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি গঙ্গাসাগরে গিয়েছিলেন। কপিল মুনির আশ্রমে পুজোও দেন তাঁরা।